Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৪

চেয়ারম্যান

 

প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন

 চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রথিতযশা হিসাব বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন; এফসিএ, এফসিএমএ-কে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ প্রদান করা হয়। প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন; এফসিএ, এফসিএমএ বিগত ১৮/৩/২০১৮ খ্রি. তারিখে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স বিষয়ে একজন বিদ্বান ও আলোকিত ব্যক্তি। ড. সেলিমের বর্ণাঢ্য কর্মজীবন তাঁর একাডেমিক শ্রেষ্ঠত্ব, পেশাদারী দক্ষতা এবং জ্ঞানের নিরলস প্রচেষ্টা মাধ্যমে অর্জিত। তিনি সাফল্য জনক ভাবে তিনটি পেশাদার অ্যাকাউন্টিং সংস্থা থেকে সনদপ্রাপ্ত হিসাববিদ হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে  তিনটি অ্যাকাউন্টিং সংস্থার ফেলো সদস্য। তাঁর পেশাগত সদস্যপদের ব্যাপ্তি হলো (১) দি ইনস্টিটিউট অফ চার্টার্ড একাউন্ট্যান্টস-বাংলাদেশ-আইসিএবি (২) দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস-আইসিএমএবি এবং (৩) দি চার্টার্ড ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড একাউন্ট্যান্সি-সিআইপিএফএ (যুক্তরাজ্য)।
ড. সেলিমের শিক্ষা জীবনের অগ্রযাত্রা ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে বাণিজ্য বিষয়ে স্নাতক (সম্মান) এবং হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর অর্জনকারী ড. সেলিম এম.কম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে হিসাব বিজ্ঞান বিভাগে যোগদানের মাধ্যমে ড. সেলিম তাঁর একাডেমিক দক্ষতা কাজে লাগানো শুরু করেছিলেন এবং পরবর্তীতে তিনি প্রফেসর পদে পদোন্নতি পেয়েছেন। হিসাব বিজ্ঞান বিষয়ের প্রতি তাঁর অগাদ ডেডিকেশন তাকে ব্রাসেলস বিশ্ববিদ্যালয় হতে এমবিএ করার জন্য উদ্বুদ্ধ করেন এবং তিনি কৃতিত্বের সাথে এমবিএ ডিগ্রি অর্জন করেন।  আন্তর্জাতিক হিসাব বিজ্ঞানের প্রতি গভীর আসক্তি পিএইচডি সম্পন্ন করতে তাকে আরো এগিয়ে নিয়ে যায় এবং তিনি “বাংলাদেশে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদনের স্ট্যান্ডার্ডস (আইএফআরএস) -এর প্রয়োগ” বিষয়ে পিএইচডি করেন। 
তিনি তাঁর একাডেমিক প্রতিশ্রুতিগুলোকে বিভিন্ন পেশাগত ভূমিকার সাথে আকর্ষণীয় করে তুলেন এবং এর ধারাবাহিকতায় তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রূপালী ব্যাংক লিমিটেড এর মতো প্রখ্যাত প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। 
তাঁর অসামান্য অবদানের কারণে তাকে আইসিএবি-তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় পাশাপাশি তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তদুপরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষতার স্বীকৃতস্বরূপ তাকে ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অফ বিজনেস রিসার্চের চেয়ারম্যান মনোনিত করা হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি চিত্তাকর্ষণীয়ভাবে তৃতীয় মেয়াদে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট এবং দেশের শীর্ষ বাণিজ্য সংস্থা দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ (এফবিসিসিআই) এর প্যানেল উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৯৩ সাল থেকে তিনি বিভিন্ন শিল্প সংস্থায় ফিনান্সিয়াল কনসালট্যান্ট/উপদেষ্টা হিসাবে কাজ করছেন এবং স্টিল, টেক্সটাইল, গার্মেন্টস, রাসায়নিক, পেপারস, এলপিজি সাইক্লিং, ভোজ্যতেল, ফিশারিজ, ফার্মাসিউটিক্যালস ইত্যাদিসহ প্রায় ৪০(চল্লিশ) টি শিল্প খাত হতে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। ড. সেলিম একাউন্টিং সিস্টেম ডিজাইন, নিরীক্ষণ, প্রকল্প ব্যবস্থাপনা, ব্যবসায়িক পর্যালোচনা, রেগুলেটরি কমপ্ল্যায়েন্স এবং বীমা অনুশীলন বিষয়াদির ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা সংগ্রহ করেছেন। তার আগ্রহের প্রধান ক্ষেত্রগুলি হলো-আন্তর্জাতিক অ্যাকাউন্টিং, আইএএস / আইএফআরএস, ফরেনসিক অ্যাকাউন্টিং, ক্রিয়েটিভ অ্যাকাউন্টিং এবং ক্যাপিটাল মার্কেট। ড. সেলিম বিশিষ্ট গবেষক ও লেখক হিসেবে বিশ্বব্যাপী স্বনামধন্য জার্নাল এবং প্রকাশনায় আশিটিরও বেশি গবেষণা নিবন্ধে অবদান রেখেছেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, প্রশিক্ষণ প্রোগ্রাম, কর্মশালা এবং প্রকল্পগুলিতে সক্রিয় অংশগ্রহণ অবিচ্ছিন্ন শেখার প্রতি তার প্রতিশ্রুতি স্পষ্ট যেমন বেলজিয়ামের ই-ব্রোকারেজের সাথে তার সম্পৃক্ততা ।
জাতীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের সেমিনার, প্রশিক্ষণ কর্মসূচি এবং কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ ড. সেলিমের জ্ঞান ও দক্ষতার ভান্ডারকে আরও বাড়িয়ে দিয়েছে। এগুলোর মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত আইএফআরএস এবং আইএসএ সম্পর্কিত একটি বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি এবং জাপানে একটি পরামর্শমূলক প্রশিক্ষণ কর্মসূচি ছিল অন্যতম। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, হংকং, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপাল সফর করেছেন। 
তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে ড. সেলিম স্বীয় উৎকর্ষ এবং প্রতিশ্রুতির মাধ্যমে অ্যাকাউন্টিং ও ফিনান্স ক্ষেত্রের বাইরেও অসংখ্য ব্যক্তিকে অনুপ্রাণিত করেছেন। তিনি তাঁর অসাধারণ কৃতিত্ব এবং বিশাল জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে আর্থিক শিক্ষ্প্রতিষ্ঠান ও শিল্পের ল্যান্ডস্কেপ গঠন করে চলেছেন।