চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ
জনাব এ. এস. এম. আব্দুল হালিম ০৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) এর পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে যোগদানের পূর্বে তিনি ২০০৫ হতে ২০০৬ সাল পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মন্ত্রিপরিষদ বিভাগে যোগদানের পূর্বে তিনি পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং তদানীন্তন সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়) সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস (ইপিসিএস) এর সাবেক এই কর্মকর্তা মহকুমা ও জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ পর্যায়ে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চাকরি জীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সরকারের প্রশাসন, আইন, নীতি, কৌশল ও উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও পরিবীক্ষণের অভিজ্ঞতা অর্জন করেছেন। এছাড়াও, তিনি জীবন বীমা কর্পোরেশনের চেয়ারম্যান, নন ফরমাল এডুকেশন এর মহাপরিচালক, সমবায় সমিতির রেজিস্ট্রার, দুর্নীতি দমন ব্যুরোর পরিচালক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন, সাধারণ বীমা কর্পোরেশন ও যমুনা ব্যাংক লিমিটেড এর পরিচালক এবং ঢাকা ইনস্যুরেন্স লিমিটেড এর উপদেষ্টাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
জনাব এ. এস. এম. আব্দুল হালিম ১৯৪৮ সালের ০১ জানুয়ারি জামালপুর জেলার ইসলামপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ-এ উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের অভ্যন্তরে অনেক প্রশিক্ষণ/সভা/সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি ভারতের হায়দরাবাদ ও ইন্দোনেশিয়ায় প্রশাসনিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য চাকরি জীবনে জনাব এ. এস. এম. আব্দুল হালিম জেনেভায় World Health Organization আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকায় অনুষ্ঠিত বিভিন্ন সরকারি সফরে নেতৃত্ব দিয়েছেন। জনাব এ. এস. এম. আব্দুল হালিম তাঁর পেশা জীবনে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, মেক্সিকো, ব্রাজিল, বেলজিয়াম, মালয়েশিয়া, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, পাকিস্তান, ইরান, ইরাকে সরকারি সফর/ পরিদর্শন করেছেন। তাঁর অবসর কাল-সময়ে তিনি বিভিন্ন সাহিত্য ও সামাজিক কর্মকান্ডে অবদান রাখেন। জনাব হালিমের বেশ কয়েকখানা কাব্যগ্রন্থ প্রকাশিত ও সমাদৃত হয়েছে।